হেলে পড়া বাড়ির ঘটনায় ট্যাংরা থানায় এফআইআর। প্রোমোটারের বিরুদ্ধে এফআইআর রুজু পুলিশের। পুর আইনে মামলা বলে পুলিশ বলে খবর পুরসভার তরফে থানায় অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা করেছে পুলিশ। স্থানীয় কাউন্সিলর সন্দীপন সাহা বলেছেন, 'হেলে পড়া বহুতল কতটা মজবুত, তা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের পর্যবেক্ষণের উপর নির্ভর করছে। তাঁদের রিপোর্ট হাতে আসার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রিপোর্টে যদি বলা হয় যে বহুতল বিপজ্জনক, তাহলে তা ভেঙে ফেলা হবে।