তপসিয়ার বস্তিতে ভয়াবহ আগুন। দাউদাউ করে জ্বলছে একের পর এক ঝুপড়ি। এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। যদিও, স্থানীয়দের অভিযোগ, মাত্র ২টি ইঞ্জিন কাজ করছে। আগুন লাগার খবর পেয়ে পৌঁছেছে প্রগতি ময়দান থানার পুলিশ। কালো ধোঁয়াতে ঢেকেছে গোটা এলাকা। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে। ঝুপড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কাও করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খবর পেয়েও দেরিতে এসেছে দমকল। যার কারণে আগুন একের পর এক ঝুপড়িতে ছড়িয়ে পড়েছে। আগুনের তীব্রতা এতটা বেশি যে নেভানোর কাজ শুরু করতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। স্থানীয়দের দাবি, অন্তত ২০০ ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।