পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'দল তিনিই দেখে নেবেন'। এব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, 'যাতে ভাইপোর কাছে কেউ না যায়। ম্যাসেজ ক্লিয়ার। প্যাক প্যাক প্যাকের কাছে কেউ না যায়।' দলের সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, 'সংঘাত কতটা আছে জানি না, কারণ আমরা একটা সময় দেখতাম, সিপিএমের ওপর যে রেগে যাচ্ছে সে ফরওয়ার্ড ব্লকে যায়, ফরওয়ার্ডের উপর রেগে গেলে সিপিএমের ওপর যায়। তারা আবার আসন সমঝোতা করে নিত ভোটের সময়। বামঐক্য জিন্দাবাদ। ব্যানার্জি পরিবার জিন্দাবাদ বলে ভোটের সময় এক হয়ে হয়তো লড়বে।'