রাজ্যসভায় ভাষণের সময় বাবাসাহেব আম্বেডকরকে নিয়ে করা মন্তব্যের জন্য সোমবার পশ্চিমবঙ্গের কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখায়। তৃণমূল নেতা কুণাল ঘোষের নেতৃত্বে বিক্ষোভে বেশ কয়েকজন সমর্থক দলীয় পতাকা নিয়ে অংশ নিয়েছিলেন। কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছেন।