ঘরে ঢুকে টাকা অফার করছিল পুলিশ, বিস্ফোরক অভিযোগ আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের। নির্যাতিতার বাবার অভিযোগ, মেয়ের মৃত্যুর রাতে তাঁকে আলাদা ঘরে ডেকে টাকা দিতে চেয়েছিল পুলিশ। বুধবার রাতে নির্যাতিতা চিকিৎসকের বাবা বলেন, 'আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম। কিন্তু ৩০০-৪০০ পুলিশ টালা থানা ঘিরে রেখেছিল। আমরা সেখান থেকে ফিরে যাই। দেহ দাহ করতে দিতে বাধ্য হই আমরা। শ্মশানের টাকাও নেওয়া হল না আমার থেকে। আমার মেয়ে জানল, বাপি এই টাকাটাও তোমরা পারল না? আমাদের সাদা পাতায় সই করানো হয়। সাংবাদিক বৈঠক করে বারবার মিথ্যা বলছে পুলিশ। আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম, এত প্রেসার তৈরি করে বাধ্য হয়ে বাড়ি ফিরে যায়। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যে কথা বলছেন। ডিসি নর্থ আমাদের বাড়িতে এসে টাকা দেওয়ার চেষ্টা করেছিল। আমরা তার জবাব দিয়েছি।' আর সেই অভিযোগের পরই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে একটি ভিডিও দেখিয়ে দাবি করা হল যে টাকা দেওয়ার বিষয়টিকে আগে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছিলেন বাবা। তৃণমূলের তরফে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, 'নির্যাতিতার বাবা মা এবং পরিবার যা বলেছে বা যা বলবে আমরা তাকে সম্মান করব। তাঁরা যা বলেছেন তার পোস্টমর্টেম করা উচিত নয়। তাঁরা তাঁদের মেয়েকে হারিয়েছে, এটা দুঃখজনক। আমরা শুধু বলব সিবিআই তাদের কাজ দ্রুত করুক। এর পেছনে কারা জড়িত তা খুঁজে বের করে দ্রুত বিচার করতে হবে। অভিভাবকরা কী বলছেন সে সম্পর্কে মন্তব্য করব না।'