গত কয়েক মাস ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে বলে খবর। অতিসম্প্রতি দলের নেতৃত্বের ব্যাটনও নিজের হাতে তুলে নিয়েছেন মমতা। সেই সঙ্গে ক্ষমতা বেড়েছে তৃণমূলের 'মমতাপন্থী' প্রবীণ নেতাদের। এই প্রেক্ষাপটেই গুঞ্জন চলছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা দল নিয়ে মাঠে নামতে পারেন। সেই জল্পনার জবাব বৃহস্পতিবার দলের বুথস্তরের কর্মীদের সভায় দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।