তৃণমূলের নতুন প্রকল্প ‘দিদির সুরক্ষা কবচ’ নতুন লোগোর উদ্বোধন করেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার নজরুল মঞ্চে থেকে এই কর্মসূচির উদ্বোধন হয়। জনসংযোগের হাতিয়ার হিসেবে এই প্রকল্প। ১১ জানুয়ারি থেকে ‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে পথে নামছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে এই কর্মসূচিতে তৃণমূলের সাড়ে তিন লক্ষ স্বেচ্ছাসেবক রাজ্যের প্রত্যেকের বাড়িতে যাবে। সরকারি প্রকল্পের সমস্ত কিছু জানাবেন। দুমাস ধরে এই কর্মসূচি চলবে। কোনও প্রকল্পের সুবিধা পেতে অসুবিধা হচ্ছে কিনা তা জানবেন দিদির দূতেরা।