তৃণমূলে 'এক ব্যক্তি এক পদ' নীতিকে সমর্থন জানিয়ে সকালে চন্দ্রিমা ভট্টাচার্যের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল। আজতক বাংলায় প্রকাশিত হয়, তৃণমূলে 'এক ব্যক্তি এক পদ' দাবিতে সোচ্চার যুবাদের পাশে মন্ত্রীও! তার পর তৃণমূলের তরফে ফিরহাদ হাকিম জানিয়ে দেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট দল অনুমোদন করছে না। বেলায় আজতক বাংলাকে চন্দ্রিমা জানান, ওই পোস্ট তিনি করেননি। তাঁকে না জানিয়ে আইপ্যাক করেছে। অভিযোগ অস্বীকার আইপ্যাকের।