আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বড়সড় ভবিষ্যত্বাণী করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আত্মবিশ্বাসের সঙ্গে মমতার দাবি, ২০২৬ সালের বিধানসভায় দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস। এব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালের মতো অবস্থা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কটাক্ষ করে তিনি বলেন, সব স্বপ্ন পূরণ জনগণ করবে না।