উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। ছত্রিশগড়ের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। একটি পশ্চিমী ঝঞ্ঝা সোমবার, ২৬ ফেব্রুয়ারি ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। আর এইসব মিলিয়ে শুরু হওয়া নতুন সপ্তাহে বাংলার একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শীত বিদায়ের পর বসন্ত শুরু হলেও পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা,সেইসঙ্গে বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা বাংলার একাধিক জেলায় পশ্চিমবঙ্গের উপরে ওয়েদার সিস্টেম সেরকম না থাকলেও, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ তুলনামূলক বেশি রয়েছে। তাই সোমবার বাদ দিয়ে ফের মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।