আর জি কর কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি। তার আগে ফের রাত দখল। সোমবার ভোর দখলের ডাকও দেওয়া হয়েছে। বিচারের দাবিতে রাজপথে জন-গর্জন। কলকাতা থেকে জেলা, আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। এক মাস আগের এমনই এক ৯ তারিখ আরজি করের চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা ঘটে। মা-বাবার কোল খালি করে চলে গিয়েছে একমাত্র মেয়ে। আদরের মেয়েকে হারিয়ে হাহাকার পরিবারে। চিকিৎসক ধর্ষণ-খুনের এক মাস পূর্তিতে আবার 'রাত দখল'। গান-কবিতা-রং তুলিতে রাজ্য়জুড়ে 'জাস্টিস ফর আর জি কর'। শহরের রাস্তাই হয়ে উঠল ক্য়ানভাস।