আগামী পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছে বিজেপি সরকার। বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটের প্রতিবাদে অর্থমন্ত্রীর কুশপুতুল দাহ করল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। তাদের অভিযোগ মানুষের হাতে টাকা নেই, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। দেশে সোনার দাম দিন দিন মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই বাজেট পেশের আগে যদুবাবুর বাজারের সামনে প্রতিবাদ জানাল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস।