বেশ কিছু দিন থেকেই খোলা বাজারে সবজির দাম কার্যত লাগামছাড়া আকার নিয়েছে। পরিস্থিতি এমন যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। সবজি কিনতে গেলে পকেট খালি হলেও থলি ভরতি করতে হিমসিম খাচ্ছেন সাধারণ মানুষ। এই বিষয়টি লক্ষ্য করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজারের দামে লাগাম টানতে টাস্ক ফোর্সকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন। এর পরেই রাজ্যের বিভিন্ন খোলা বাজারে হানা দেয় টাস্ক ফোর্স। কিন্তু নিয়ন্ত্রণ কোথায়, উঠছে প্রশ্ন। টাস্ক ফোর্সের লাগাতার বাজারে অভিযান, সাধারণ মানুষ কি সুরাহা পাচ্ছেন? উঠছে প্রশ্ন।