পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পাঠরত ভেটেরিনারি ইন্টারশিপ করা চিকিৎসকদের দাবি তারা ভাতা কম পাচ্ছেন। বারবার তারা কর্তৃপক্ষকে এব্যাপারে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে তারা শান্তিপূর্ণভাবে উপাচার্যের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করছে। তাদের অভিযোগ, ভাতার পরিমাণ MBBS, ডেন্টাল, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক ইন্টার ডাক্তারদের তুলনায় ভেটেরিনারি ইন্টারশিপের চিকিৎসকরা ভাতা খুব কম পায়। অথচ একই প্রবেশিকা পরীক্ষা NEET-এর মাধ্যমে তারা ভর্তি হয়েছে।