ঘূর্ণিঝড় নিয়ে পরিবহন দফতর সতর্ক রয়েছে ও সবরকমের ব্যবস্থা নিচ্ছে। জানালেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানান, পরিবহন দফতর কন্ট্রোল রুমে খোলা হচ্ছে। ২৪ ঘণ্টা মনিটরিং করা হচ্ছে। নদীগুলিতে যেসব ভেসেল চলে সেগুলো বন্ধ রাখা হবে। সুন্দরবন ও সাগর এলাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে। বাংলাদেশে আছড়ে পড়লেও দুই ২৪ পরগনা ও উপকূলবর্তী এলাকায় ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে। মিলেনিয়াম পার্ক ও কোচুবেড়িয়ায় দুটি কন্ট্রোলরুম খোলা হচ্ছে বলে জানান পরিবহনমন্ত্রী।