রাস্তায় বেরতে গেলেই যেন এখন ছ্যাঁকা লাগছে। আর এই অস্বস্তিকর পরিবেশ এখন আপনাকে ছেড়ে যাচ্ছে না। অন্তত সেইরকমই পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তরবঙ্গের ভাগ্যে যদিও ছিটেফোঁটা বৃষ্টির দেখা মেলে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেইরকম কোনও পরিস্থিতির সম্ভাবনাই নেই। পাল্লা দিয়ে যে শুধু গরম বাড়বে তা নয়। একসঙ্গে জারি করা হয়েছে তাপপ্রবাহের সর্তকতা। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতার কথা যদি বলি, তবে কলকাতাতেও তাপমাত্রা 40 ডিগ্রি প্রায় ছুঁয়েই ফেলেছে। বৃহস্পতিবার মূলত আকাশ থাকবে পরিষ্কার। বৃষ্টির কোথাও কোনও সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি। তা প্রায় 89 শতাংশের কাছাকাছি। যার জন্য অস্বস্তি আপনার সঙ্গ ছাড়বে না। বৃহস্পতিবার ভয়াবহ গরম থাকবে দক্ষিণের প্রায় সব জেলাতেই।