সকাল থেকেই দফায় দফায় ঘ্যানঘ্যানে বৃষ্টি শহর কলকাতা জুড়ে। 21 সেপ্টেম্বর দিনভর এইভাবেই বৃষ্টির দৌড়াত্ম চলবে বাংলা জুড়ে। বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টির জ্বালায় রীতিমতো অফিস যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হয়। রাস্তায় জ্যাম। তার মধ্যে আবার দফায় দফায় বৃষ্টি। আসলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বাংলা ওড়িশা উপকূলে তারি হওয়া নিম্নচাপ ক্রমশ ওড়িশার উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে। তাই এই বৃষ্টি। হাওয়া অফিস বলছে সেক্ষেত্রে 23 সেপ্টেম্বর থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে তা যে পুরোপুরি কমে যাবে, সেটা নয়। বাংলাকে টাটা বাইবাই করতে বৃষ্টির সময় লাগবে ধরে নিন, 26 তারিখ হয়ে যাবে। আপাতত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি দফায় দফায় চলবে। শুক্রবার পর্যন্ত তাপমাত্রা একই থাকবে। তবে শনিবার থেকে সামান্য বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়তে শুরু করবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুর এবং বীরভূম ও মুর্শিদাবাদের ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।