দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষা। 23 জুন দক্ষিণবঙ্গের সব জেলাতে পৌঁছে গেল মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ডালটনগঞ্জ বক্সারের উপর দিয়ে গিয়েছে। অর্থাৎ বাংলা পেরিয়ে চলে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী 24 ঘণ্টায়। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় বৃষ্টি চলবে। পার্বত্য এলাকায় ল্যান্ড স্লাইড ও উত্তরবঙ্গের নদীর জলস্তর বাড়বে।