পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার উপকূলের কাছে ঘূর্ণাবর্তের সম্ভাবনা। শনিবার নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা উপকূলের দিকে যাবে এই সিস্টেম। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে পরোক্ষ প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। শনিবার থেকে বাড়বে বৃষ্টি। রবিবার বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি। বৃষ্টি টানা আগামী পাঁচদিন চলবে । বীরভূম ও মুর্শিদাবাদে 30 তারিখ একটু বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। প্রথম তিনদিন তাপমাত্রা বিশেষ বদলাবে না। তারপর সামান্য কমতে পারে।