মায়ানমার সংলগ্ন পূর্ব বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণবর্তটি ছিল সেটি আগামী 24 ঘণ্টার মধ্যে পূর্ব বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি আগামী দিনে আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। সেটি উত্তর-পশ্চিম অভিমুখে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের দিকে আসবে। যে কারণে ভারী বৃষ্টি হবে এই দুই রাজ্যে। শুক্রবার 29 সেপ্টেম্বর সকাল থেকেই মেঘলা আকাশ। বৃষ্টি হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থেকে খানিক স্বস্তি মিলবে। যদিও, তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। উত্তরবঙ্গে চলতি সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।