সপ্তাহের প্রথম দিন, সোমবার, ১২ ফেব্রুয়ারি থেকে বাড়তে পারে কলকাতার তাপমাত্রা। সরস্বতী পুজোতেও তাপমাত্রা কিছুটা বেশির দিকেই থাকবে। সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যাবে। সোমবারের সর্বনিম্ন তাপমাত্রার পূর্বাভাস অনুযায়ী, সেটি ২.৫ ডিগ্রি বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। রবিবারের তুলনায় যা কিছুটা বেশি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণের জেলাগুলিতে সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার, দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।