বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটুর চিকিৎসা হল এসএসকেএম হাসপাতালে। বের করা হল হাঁটুতে জমা ফ্লুইড। বৃহস্পতিবার দুপুরে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আর্থোস্কপি করেন। আর্থোস্কপির পর তাঁকে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। বিকেল নাগাদ তাঁকে দেখতে এসএসকেএমে হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় । পরে সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য়, হাসপাতালে থাকতে চাননি তিনি। সেই কারণেই তাঁকে তড়িঘড়ি বাড়ি ফিরিয়ে আনা হয়। বাড়ি গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।