অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার উদ্দেশে রওনা হতেই তাঁর বাড়িতে হাজির CBI। অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতেই কালীঘাটের হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতনে পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ আট সদস্যের একটি CBI দল। এই দলে রয়েছেন এক মহিলা অফিসারও। রয়েছেন DSP পদমর্যাদার অফিসার এবং অতিরিক্ত SP পদমর্যাদার আধিকারিকরাও। কয়লা পাচারকাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।