মাঝে আর মাত্র একটা দিন তার পরেই স্বাধীনতা দিবস। তার আগে চলছে প্রস্তুতি পর্বও। তবে বৃষ্টি কি এবার ভোগাতে পারে উঠছে সেই প্রশ্ন। কারণ আবহাওয়া দপ্তর যা বলছে তা সত্যিই চিন্তার বিষয়। আবহাওয়া দপ্তর বলছে যে বুধবার থেকেই আবার শুরু হবে ভারী বৃষ্টি। আর বৃহস্পতিবার অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনেও তা বজায় থাকবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধবার ও বৃহস্পতিবার। আর আজ মঙ্গলবার সকাল থেকে পরিস্কার আকাশ থাকলেও বেলা বাড়লে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও নদীয়া জেলাতে।