প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। তা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিষয়টি দেখা উচিত। যারা ব্রাত্য তাদের দেখা উচিত। সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি দেওয়া উচিত।' তিনি আরও বলেন, 'হিংসা এবং দুর্নীতি এখন বাংলায় খেয়ে ফেলছে। সবাইকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে।'