তীব্র গরমের থেকে কিছুটা রেহাই মিলতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনার মানুষদের। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বজ্র-বিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। তবে বৃষ্টি হলেও অস্বস্তি কমবে না। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলের চার জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।