12 জুন উত্তরবঙ্গের সব জেলাতেই বর্ষা ঢুকেছে। ফলে উপরের পাঁচ জেলায় জারি থাকবে ভারী বৃষ্টিপাত। জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী 5 দিন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি,দার্জিলিং ও কালিম্পং -এ বৃষ্টির পরিমাণ বাড়বে। সর্তক করে হাওয়া অফিস আরও জানিয়েছে, বেশ কিছু জায়গায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। একদিকে ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। অন্যদিকে দক্ষিণবঙ্গের ভাঁড়ার প্রায় খালি বললেই চলে। দক্ষিণবঙ্গে বিশেষত, পশ্চিমের জেলা যার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এবং পশ্চিম বর্ধমানে তাপমাত্রা শুধু যে বাড়বে তা নয়। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে কিছুটা স্বস্তি মিলবে উপকূলের জেলাগুলিতে। কারণ সেখানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষা কবে থেকে ব্যাটিং শুরু করবে তা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি আবহাওয়াবিদও।