উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সোমবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহ ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বাংলায় বর্ষার প্রবেশ করলেও থমকে আছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আপাতত মালদার উপরে তার অবস্থান। রবিবারের আগে বর্ষা নয় দক্ষিণবঙ্গে। 18 থেকে 21 তারিখের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সোমবার পর্যন্ত। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির কিছু অংশে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ল্যান্ড স্লাইড হওয়ার সম্ভাবনা থাকছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহ। শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমানে। পশ্চিমে তাপপ্রবাহ চলবে রবিবার পর্যন্ত। বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি । রবিবার তাপপ্রবাহ থাকবে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায়। বাকি জেলাতেও অস্বস্তিকর আবহাওয়া গরম বাড়বে। কলকাতায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া। বেলা যত বাড়বে, অস্বস্তি ততটাই বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বৃষ্টি হলেও অস্বস্তি পিছু ছাড়বে না। রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন রবিবার থেকে বুধবারের মধ্যে বর্ষা আসবে দক্ষিণবঙ্গে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।