সকাল থেকেই আকাশের মুখ ভার, মেঘলা আকাশ। আগামী 5-7 দিন রাজ্যে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একুশে জুলাই, শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। কলকাতা সহ উপকূলের ও পশ্চিমের দুই এক জেলায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। ফলে দক্ষিণবঙ্গে ধান চাষ সহ চাষাবাদে ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে আগামী কয়েক দিন তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমান বাড়তে পারে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতে রবিবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ থেকে সাত দিন ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হলেও দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় প্রভাব পরবে। তবে আমাদের রাজ্যে এর কোনো প্রভাব পরবে না।