আর গরম গরম বলে লাভ নেই কিন্তু। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবার এই রকম হালকা, মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবেই। কেন বলুন তো, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বর্ষা তো আছেই এর সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর ফলে দক্ষিণ বঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে ভারী বৃষ্টিও হবে দক্ষিণ 24 পরগনা ও দুই মেদিনীপুরে। কলকাতায় এবার সূর্যের দেখা আগের তুলনায় অনেকটাই কম পাওয়া যাবে। অর্থাৎ আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতায় আংশিক মেঘলা আকাশ সঙ্গে ও দু-এক পশলা বৃষ্টি হবে।