বিধাননগর পুরনিগমে ভুয়ো ভোটার ধরলেন বিজেপি প্রার্থী দেবাশিস জানা। ৩১ নম্বর ওয়ার্ডে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটিতে কয়েকজন বহিরাগতকে দেখতে পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করাতে তারা পালিয়ে যায়। একজন বাথরুমে ঢুকে পড়লে সে ধরা পড়ে যায়। যদিও ধৃত ব্যক্তির দাবি তিনি কোনও রাজনীতির সঙ্গে যুক্ত নন। বিজেপি প্রার্থী দেবাশিস জানা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন।