বিকাশ ভবনে আন্দোলনরত শিক্ষকদের উপরে 'চটি পুলিশ' লাঠি পেটা করেছে বলে অভিযোগ। তার প্রেক্ষিতে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামীম বলেন,'সিভিলে হয়তো টিশার্ট পরেছিলেন পুলিশ কর্মীরা। হেলমেট পরে থাকেন। ইউনিফর্মে নেই বলেই বহিরাগত নন!' সেই সঙ্গে পুলিশের ব্যাখ্যা, বিকাশ ভবনে বহু মানুষ আটকে পড়েছিলেন। তাই ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে।