আসন্ন কলকাতা পৌরসভা নির্বাচনে নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের সঙ্গে থাকবে রাজ্য পুলিশও, জানালেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। এদিন নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানের উদ্বোধনে এসে সিপি জানান, ‘নির্দিষ্ট কিছু বুথে কলকাতা পুলিশের সঙ্গে থাকবে রাজ্য পুলিশও। নিরাপত্তা নিয়ে ফোর্স ডিপার্টমেন্ট সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছে কমিশনে। কমিশন যা নির্দেশ দেবে সেই অনুযায়ী সমস্ত কিছু হবে।’ তিনি আরও বলেন, ‘শহরবাসীকে শান্তিপূর্ন ও সুষ্ঠু নির্বাচন দিতে কলকাতা পুলিশ বদ্ধপরিকর। পুরভোটের নিরাপত্তার জন্য শহরজুড়ে বাড়তি নজরদারি এবং পেট্রোলিং চলছে।’