বাপরে বাপ শীতের খামখেয়ালিপনা বোঝা তো বেশ মুশকিল। এই দেখুন না এই শীত শীতভাব ফিল হচ্ছে কখনও, তো আবার কখনও মনে হচ্ছে হালকা করে পাখা না চললেই নয়। গরম জামা পরলে আবার ঘাম হচ্ছে, না পরলে কীরকম যেন শীর শীর লাগছে। আপাতত এইরকমই থাকবে বঙ্গের আবহাওয়া। বলছে আবহাওয়া দপ্তর। এই খামখেয়ালিপনা আপনার সঙ্গ 15 তারিখ পর্যন্ত ছাড়বে না বলছে হাওয়া অফিস। একি সঙ্গে চলবে তাপমাত্রার ওঠানামা। সকালের দিকে একটু শীতভাব অনুভূত হবে ঠিকই। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে আপনাকে টাটা বাইবাই করে চলে আবার চলেও যাবে।