যে বৃষ্টির অপেক্ষায় ছিল গোটা দক্ষিণবঙ্গ তা অবশেষে ধরা দিয়েছে। মঙ্গলবার রাতের বৃষ্টির পর বুধবার সকাল থেকেই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হয় পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব-পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। আর সঙ্গে দোসর মাঝারি থেকে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলা এবং উত্তরবঙ্গের মালদা ও উত্তর দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া হয়। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বুধবার, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ দমকা ঝোড়ো হাওয়া বইবে।