হাঁসফাঁস গরম থেকে মুক্তি মিলেছে রাজ্যবাসীর। দু'দিনের বৃষ্টিতে প্রচণ্ড গরম থেকে মুক্তি পেয়েছেন রাজ্যের মানুষ। সোমবার থেকে স্বস্তির বৃষ্টিতে ভিজছে রাজ্যের সব জেলা। শুধু বৃষ্টি নয়, হয়েছে ঝড়ও। রবিবার, ১২ মে আবহাওয়া দফতর জানিয়েছে, পুরো গাঙ্গেয় পশ্চিমবঙ্গেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়েরও সম্ভাবনা থাকছে। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৪ মে পর্যন্ত প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে। কলকাতার ক্ষেত্রেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।