অবশেষে বর্ষা নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। জুলাই মাসের শুরুতে বৃষ্টির খরা কাটতে চলেছে দক্ষিণবঙ্গে। জুনের শেষ ও জুলাই মাসের শুরুতে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বলছে আবহাওয়া দপ্তর। পশ্চিমের জেলায় এ বৃষ্টি বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরো একটু বাড়তে পারে। জুন মাসের শেষ দু তিন দিন এবং জুলাই মাসের শুরুতে ওয়াইড স্প্রেইড রেইন। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।