বুধবার থেকে বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। হাওয়া অফিস বলছে, বুধবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এরমধ্যে দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। হাওয়া অফিস বলছে আগামী 24 ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে।