মার্চ মাসে এ বছর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বেশি হবে। পশ্চিমী ঝঞ্ঝার সংখ্যাও বেশি থাকবে যার ফলে পূবালী হওয়ার সংঘাতে এবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা মার্চ মাসে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তালিকায় আছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝোড়ো হাওয়া, বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।