একটা নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে ৬ থেকে ৭ জুলাই দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ৭ জুলাই বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। ৮ জুলাই থেকে বৃষ্টিপাত কমে যাবে। ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে মৎস্যজীবীদের।