শহরে ফের রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া। নিউটাউনে চার-পাঁচ দিন ধরে ছেলে ও মেয়ের মৃতদেহ আগলে মা। ঘটনাটি ঘটেছে নিউটাউনে সিডি ব্লকের ২৫ নম্বর বাড়ির ন'তলার ঘরে। ২০১৯ সাল থেকে ভাড়া থাকতেন মা, মেয়ে ও ছেলে। আজ অর্থাত্ মঙ্গলবার সাহায্যের জন্য তিনি বলেন। তখন প্রতিবেশীরা এসে দেখেন ঘর থেকে পচা গন্ধ বেরোচ্ছে। পুলিশ এসে দেখে ঘরে খাটের মধ্যে দুটি মৃতদেহ পরে আছে। ওই মৃতদেহের মধ্যেই থাকতেন ওই মহিলা। পুলিশের প্রাথমিক অনুমান অন্তত চার পাঁচদিন আগে মৃত্যু হয়েছে দুজনের। তবে কী কারনে মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।