Advertisement

Mango Eating Alert: আম খাওয়ার পর এই ৫ জিনিস ভুলেও মুখে তুলবেন না! বড়সড় বিপদ ঘটতে পারে

গরমে আম খাওয়া মানেই এক স্বর্গীয় স্বাদ। কিন্তু জানেন কি, আম খাওয়ার পর কিছু খাবার খেলেই হতে পারে হজমের সমস্যা, এমনকি শরীরের ক্ষতি? চিকিৎসকরা সাবধান করছেন—জেনে নিন কোন খাবারগুলো আমের সঙ্গে একদম এড়িয়ে চলা উচিত।

আম খাওয়ার পর এই ৫ জিনিস ভুলেও মুখে তুলবেন না! বড়সড় বিপদ ঘটতে পারেআম খাওয়ার পর এই ৫ জিনিস ভুলেও মুখে তুলবেন না! বড়সড় বিপদ ঘটতে পারে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 May 2025,
  • अपडेटेड 2:28 AM IST

গ্রীষ্মকাল মানেই আমের মরশুম। টক-মিষ্টি রসালো আম খাওয়ার আনন্দই আলাদা। কিন্তু অনেকেই জানেন না, আম খাওয়ার পর কিছু নির্দিষ্ট খাবার একসঙ্গে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

চিকিৎসকদের মতে, এসব খাবার আমের প্রভাবকে প্রতিকূল করে শরীরে হজমের গণ্ডগোল, অ্যাসিডিটি, এমনকি স্কিন অ্যালার্জিও ঘটাতে পারে।

আম খাওয়ার পর যেসব খাবার একদম নয়:

আরও পড়ুন

১. জল:
আম খাওয়ার পর অন্তত ৩০-৪৫ মিনিট পানি না খাওয়াই ভালো। এতে হজমে সমস্যা এবং পেট ফাঁপার আশঙ্কা থাকে।

২. দুধ:
অনেকে আম ও দুধ মিশিয়ে ম্যাংগো মিল্কশেক খেয়ে থাকেন। কিন্তু একে চিকিৎসকেরা বলছেন 'বিরুদ্ধ আহার'। এটি গ্যাস্ট্রিক, চর্মরোগ ও এলার্জির কারণ হতে পারে।

৩. দই:
আম ও দই একসঙ্গে খেলে ঠান্ডা-গরমের সংঘর্ষে শরীরে টক্সিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি ক্ষতিকর।

৪. ঝাল-মশলাদার খাবার:
আম খাওয়ার পর ঝাল ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলে পেটে অস্বস্তি ও অ্যাসিডিটি হতে পারে।

৫. ঠান্ডা পানীয় বা আইসক্রিম:
আমের পর ঠান্ডা খাবার খেলে সর্দি, কাশি এমনকি জ্বর পর্যন্ত হতে পারে।
 

টিপস:
আম খাওয়ার পর অন্তত ৩০ মিনিট কিছু না খেয়ে থাকাই বেস্ট।

প্রচুর জলীয় খাবার ও হালকা খাবার খান।

ডায়াবেটিকদের অবশ্যই মাত্রাজ্ঞানে আম খেতে হবে।
 

 

Read more!
Advertisement
Advertisement