পুজোয় ডুয়ার্স ঘুরতে যাচ্ছেন? তাহলে একবার ঢুঁ মেরে আসতে পারেন, ডুয়ার্সের নতুন একটি আকর্ষণকে কেন্দ্র করে। এখানে মিলছে ফ্যামিলি প্যাক চমচম। যা কয়েকজন মিলে খেয়েও শেষ হবে না। একটি চমচমের দাম ২০০ টাকা। কোথায় পাবেন জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।
কোথায় মিলবে ২০০ টাকা দামের চমচম?
পুজোয় যদি ঘুরতে ঘুরতে ডুয়ার্সের লাটাগুড়ি যান, আর সেখানেই বুকিং থাকলে তো কথাই নেই, গেলেই মিলবে বিশাল সাইজের পেল্লাই চমচম। যার এক একটিরই ওজন প্রায় ৭০০-৮০০ গ্রাম। দামও পেল্লাই একটির দাম ২০০ টাকা।
তবে প্যান্ডেল দেখার পাশাপাশি অনেক মানুষের কাছে পুজো মানেই ডেস্টিনেশন ট্যুরের প্ল্যান। আর তাই অনেকেরই কাছে গরুমারা জাতীয় উদ্যান একটি ট্যুর ডেস্টিনেশন। প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা গরুমারা জাতীয় উদ্যান। যেখানে সব সময় লেগেই থাকে পর্যটকদের আনাগোনা। আর সেখানেই পর্যটক কেন্দ্রিক এক বাজার গড়ে উঠেছে। শুধু পর্যটক নয় সেখানে চলে গ্রামীণ বাজারও।
পর্যটকদের মনোযোগ আকর্ষণ করতে লাটাগুড়ির এক প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী এক নতুন রকমের ভাবনা। পরিবারে সকলে মিলে ভাগ করে খেতে পারে তৈরি করেছেন এমন একটি চমচম। ৭০০ থেকে ৮০০ গ্ৰামের এই চমচমের নাম দিয়েছেন ফ্যামিলি প্যাক চমচম। যার দাম ২০০ টাকা। যা পর্যটকদের অনেকটাই পছন্দের। মিষ্টি ব্যবসায়ী বিশ্বজিৎ ঘোষ বলেন, “পর্যটকদের জন্য নিত্য নতুন আইটেম তৈরি করা হয়।তবে ফ্যামিলি প্যাক চমচম খুবই জনপ্রিয় পর্যটকদের মধ্যে।”
সেই মিষ্টির দোকানে শুধু ফ্যামিলি প্যাক চমচম নয়, বিভিন্ন সাইজের ল্যাংচা, রকমারি মিষ্টি, দই, রসমালাই সহ প্রায় অনেক ধরনের মিষ্টির আইটেম রয়েছে। তা খেয়ে পর্যটকরাও বেশ আপ্লুত। পর্যটকরা জানিয়েছেন, গরুমারা জাতীয় উদ্যানে বেড়াতে এসে এখানে মিষ্টির দোকানের চমচম খেতেই হবে। নইলে লাটাগুড়ি ভ্রমণ সম্পূর্ণ হবে না। এখানকার ক্ষীর দই, মিষ্টি দই, চমচমও দারুণ।