Advertisement

Kheer Kodom Recipe: নামী দোকানের মতো সেরা ক্ষীরকদম বানান বাড়িতেই, জানুন রেসিপি

Kheer Kodom Recipe: দোকানের কেনা ছাড়া, বাড়িতেও সহজে বানানো যায় ক্ষীরকদম। এতে এর স্বাদ কমে, উল্টে বেড়ে যায় আরও কয়েকগুণ। জানুন, কীভাবে সহজে বাড়িতেই বানাবেন এই সুস্বাদু ক্ষীরকদম। রইল রেসিপি। 

ক্ষীরকদমের রেসিপি ক্ষীরকদমের রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Jan 2026,
  • अपडेटेड 6:09 PM IST

মিষ্টির সঙ্গে বাঙালির প্রেম যুগ যুগ ধরে সকলের জানা। কোনও উৎসব থেকে শুরু করে উদযাপন, কারও বাড়িতে যাওয়া হোক কিংবা বাড়িতে অতিথি আগমন, মিষ্টি একেবারে মাস্ট। আর দোকানের মতো সেরা মিষ্টি যদি বাড়িতে তৈরি করা যায়, তাহলে তো কথাই নেই। ক্ষীরকদম বাঙালির খুব পরিচিত মিষ্টি। 

দোকানের কেনা ছাড়া, বাড়িতেও সহজে বানানো যায় ক্ষীরকদম। এতে এর স্বাদ কমে, উল্টে বেড়ে যায় আরও কয়েকগুণ। জানুন, কীভাবে সহজে বাড়িতেই বানাবেন এই সুস্বাদু ক্ষীরকদম। রইল রেসিপি (Kheer Kodom Recipe)। 

 

আরও পড়ুন

উপকরণ

দুধ- ১/২ লিটার 

ভিনেগার- ৩ টেবিল চামচ 

চিনি- ১ কাপ 

জল- ২ কাপ 

কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ 

মেওয়া - ২৫০ গ্রাম

এলাচ- ২টি 

ফুড কালার (হালকা হলুদ)- ২-৩ ফোঁটা (এটা ঐচ্ছিক) 

গুঁড়ো দুধ- ৪ টেবিল চামচ 

নারকেল কোরানো- প্রয়োজন মতো

 

 প্রণালী

* প্রথমে কড়াইতে দুধ ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন। এবার ভিনেগারে জল মিশিয়ে সেটা অল্প অল্প করে দুধের সঙ্গে মিশিয়ে ছানা বানিয়ে নিন। 

* অন্য একটি পাত্রে চিনি, জল, এলাচ দিয়ে ফুটিয়ে সিরা বানিয়ে রাখুন।

* এবার জল ঝরানো ছানাটা একটা প্লেটে নিয়ে তাতে কর্নফ্লাওয়ার, ফুড কালার মিশিয়ে হাতের তালুর সাহায্য ভাল করে মাখুন।

* ছোট ছোট বল বানিয়ে, চিনির সিরায় ১৫- ২০ মিনিট ফুটতে দিন। রস ঘন হলে গরম জল মেশান হবে।

* রসগোল্লা বানানো হয়ে গেলে ভিতরে রস ঢোকার জন্য আলাদা রেখে দিন। 

* এবার মেওয়াটা হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে তাতে অল্প চিনি, গুঁড়ো দুধ, সামান্য দুধ মিশিয়ে মেখে একটা ডো বানিয়ে নিন।

* রসগোল্লা গুলো রস থেকে তুলে একটা ছাঁকনিতে ঢেলে রসটা ঝরিয়ে নিন। 

* এবার ঐ ডো থেকে অল্প করে নিয়ে, বাটির আকারে গড়ে ওর মধ্যে একটা করে রসগোল্লা ভরে মুখটা বন্ধ করুন। 

Advertisement

* গোল করে নিয়ে শুকনো গুঁড়ো নারকেলে কোড করে নিন। ইচ্ছে হলে গুঁড়ো মেওয়া, ভাজা পোস্ততেও কোড করে নেওয়া যায়।

 

Read more!
Advertisement
Advertisement