Advertisement

Golbarir kosha mangsho: গোলবাড়ির স্টাইলে কষা মাংস বানান বাড়িতেই, জানুন সিক্রেট রেসিপি

মাটন থেকে অনেক খাবার তৈরি করা হয়। তা সে মাটন কোর্মাই হোক, সহজ উপায়ে তৈরি মাটন কষা বা অন্য কোনও খাবার। পুজোর সময় খাসির মাংস পাতে না পড়লে পুজো জমে না। আজকে আমরা জানাব কীভাবে গোলাবাড়ি স্টাইলে খাসির মাংস রাঁধবেন।

গোলবাড়ির স্টাইলে কষা মাংস বানান বাড়িতেই, জানুন সিক্রেট রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Oct 2024,
  • अपडेटेड 8:24 AM IST
  • এই মাংস রান্না করা মোটেই কঠিন কাজ নয়
  • একটু সময় লাগলেও একবার বানাতে পারলে হাত চাটতেই হবে

মাটন থেকে অনেক খাবার তৈরি করা হয়। তা সে মাটন কোর্মাই হোক, সহজ উপায়ে তৈরি মাটন কষা বা অন্য কোনও খাবার। পুজোর সময় খাসির মাংস পাতে না পড়লে পুজো জমে না। আজকে আমরা জানাব কীভাবে গোলাবাড়ি স্টাইলে খাসির মাংস রাঁধবেন। এই মাংস রান্না করা মোটেই কঠিন কাজ নয়। একটু সময় লাগলেও একবার বানাতে পারলে হাত চাটতেই হবে। তাহলে জেনে নিন কীভাবে গোলাবাড়ি স্টাইলে খাসির মাংস রাঁধাবেন বাড়িতে।

বানাতে যে যে উপকরণ লাগবে

৫০০ গ্রাম মটন, ২ টেবিল চামচ কাঁচা পেঁপের রস, ১ টেবিল চামচ করে আদা, রসুন ও লঙ্কা বাটা, সর্ষের তেল, দই এক বাটি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা পেঁয়াজ, দারুচিনি, গোটা গরম মশলা, চায়ের লিকার, নুন, ঘি অথবা মাখন।

রেসিপি

প্রথমেই আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁপে, পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করে নিতে হবে। এর পর মাংসের মধ্যে ওই পেস্টটা দিয়ে ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ৩ চামচ টক দই, ৩ চামচ সর্ষের তেল ও ২ চামচ নুন দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে।

প্যানে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কেটে রাখা পিয়াজ, ৩ চামচ চিনি দিয়ে হালকা আঁচে ভাল করে ভাজতে হবে। এর পর ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভাল করে কষাতে হবে। এই রান্নায় কোনওরকম জল ব্যবহার করবেন না।

১০-১৫ মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রান্না করুন। মাটন থেকে একটু জল বের হতে শুরু করলে এর মধ্যে স্বাদমতো নুন ও চিনি যোগ করুন। ফের ঢাকা দিয়ে ৩০-৪০ মিনিট মতো দমে বসান। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কষিয়ে যান। মাটন সেদ্ধ হয়ে এলে তাতে চায়ের লিকার দিয়ে দিন। এরপর আরও অল্প আঁচে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। এরপর এক চামচ ঘি বা মাখন মেশান। ব্যাস তৈরি আপনার গোলবাড়ির স্টাইল কষা মাংস।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement