Dal Boil Quick Method: অনুষ্ঠান হোক কিংবা বাড়ির সাদাসিধে দুপুরের খাবার, ডাল না থাকলে যেন খাওয়া অসম্পূর্ণ! তবে একেক বাড়িতে ডাল রান্নার ধরন এক একরকম। কারও বাড়িতে ঘন, কারও বাড়িতে পাতলা। ব্যস্ত জীবনে রান্নাবান্নার কাজ যত তাড়াতাড়ি হয়, ততই সুবিধা। কিন্তু ডাল সেদ্ধ করতে গিয়ে অনেক সময় লেগে যায়। আঁচ বাড়ানো, কমানো, বারবার নেড়ে দেখা, সব মিলিয়ে কাজটা হয়ে ওঠে সময়সাপেক্ষ। অথচ, কিছু সহজ টোটকা জানলে ডাল রান্না হবে একেবারে চোখের পলকে।