চা-এর সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে কার না ভাল লাগে। কিন্তু জানেন, একটা সিগারেট খাওয়া যতটা ক্ষতিকর, শিঙাড়াও তার চেয়ে বেশি বই কম নয়। আমরা নয়, একথা বলছে খোদ কেন্দ্র সরকার। আপনার প্রিয় মুচমুচে শিঙাড়া কিংবা চিনির শিরায় ডোবানো জিলিপি তামাকের মতোই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে শরীরের জন্য। আর এ নিয়েই স্বাস্থ্য মন্ত্রক সমস্ত কেন্দ্রীয় প্রতিষ্ঠানের জন্য নয়া ফরমান জারি করেছে। এ বার থেকে প্রতিষ্ঠানগুলির ক্যান্টিনগুতে টাঙানো হবে ওয়ার্নিং বোর্ড। জিলিপি-শিঙাড়া খাওয়ার বিষয়ে সতর্ক করা হবে। কেন? জানুন বিশদে