Liver Health Tips: মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল লিভার। তবে এমন অনেক খাবার রয়েছে সেগুলো যদি আপনি নিত্যদিন খান, তাহলে লিভারের ক্ষতি হতে পারে। শুধু তাই নয়, এতে আপনার পেটের একদম দফারফা হয়ে যাবে। কমবে রোগপ্রতিরোধের ক্ষমতাও। তাই আগেই সাবধান হোন আপনিও। তাই এই খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না। জানুন কোন কোন খাবার খেলে আপনার লিভারের অনেক ক্ষতি হতে পারে। এগুলি আপনি নিত্যদিন খান না তো?
মদ বাদ দিন
প্রচুর পরিমাণে মদ ভুলেও খাবেন না। এতে লিভারের ক্ষতি হয়। এমন কি ফ্যাটি লিভার কিংবা লিভার সিরোসিসের মতো রোগ হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
ভাজা খাবার
যদি আপনি নিত্যদিন ভাজা জাতীয় খাবার খান, এতে আপনার শরীরে ক্যালোরির পরিমাণ বাড়তে থাকবে। তাছাড়া লিভারে চর্বি জমতে থাকবে যা পরবর্তীকালে ফ্যাটি লিভারের আকার ধারণ করবে। আর এটি হলে পেটে কিন্তু প্রচণ্ড যন্ত্রণা হয়।
প্রক্রিয়াজাত খাবার
প্রক্রিয়াজাত কোনও খাবার নিত্যদিন ভুলেও খাবেন না। তাছাড়া বেশি পরিমাণে নুন, চিনি জাতীয় খাবার খাবেন না। এতে লিভারের উপর চাপ পড়ে, যাতে আপনার পেটের দফারফা হতে পারে। এতে আপনার পেটে ব্যথা হবে। সেই থেকে বড় রোগেরও ঝুঁকি বাড়তে পারে।
সোডা
আপনি কি জানেন, প্রচুর পরিমাণে চিনি ও চিনি জাতীয় জিনিস খেলেও পেটের সমস্যা হয়। সেই সঙ্গে লিভারের উপর চাপ পড়ে। তাই সোডা বা কোলড্রিঙ্ক খাওয়া এড়িয়ে চলুন। এতে আপনার লিভারের চর্বি জমবে ও লিভারের বড় রোগের সৃষ্টি হতে পারে।
নুন
খাবেন না অতিরিক্ত পরিমাণে নুন খাওয়া লিভারের জন্য একদমই ভালো নয়। এতে লিভারের সমস্যা হয়। এমনকি পেটে আপনার জল পর্যন্ত হতে পারে। তাছাড়াও আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন কিংবা লিভারকে সুস্থ রাখতে চান তাহলে ভুলেও এই খাবারগুলি মুখে তুলবেন না।