Advertisement

Blood Group- Disease Risk: A, B, AB না O? জানুন কোন ব্লাড গ্রুপে কোন রোগের ঝুঁকি সবচেয়ে বেশি

Blood Group: A এবং B রক্ত ​​কোষের পৃষ্ঠে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি থাকে, যখন উভয় ধরনের অ্যান্টিবডি AB রক্তের গ্রুপে পাওয়া যায়। O রক্তের গ্রুপের পৃষ্ঠে কোনও অ্যান্টিবডি নেই।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 May 2024,
  • अपडेटेड 7:29 PM IST

একজন মানুষের রক্ত তার শরীর সম্পর্কে অনেক কিছু বলে। নিউট্রিশনাল সাইকিয়াট্রিস্ট ডঃ শেলডন জাবলোর মতে  A, B, AB এবং 0 ব্লাড গ্রুপের রক্ত কণিকার পৃষ্ঠের সঙ্গে নির্দিষ্ট অ্যান্টিবডি যুক্ত থাকে। A এবং B রক্ত ​​কোষের পৃষ্ঠে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি থাকে, যখন উভয় ধরনের অ্যান্টিবডি AB রক্তের গ্রুপে পাওয়া যায়। O রক্তের গ্রুপের পৃষ্ঠে কোনও অ্যান্টিবডি নেই। জানুন, কোন গ্রুপের রক্তবহনকারীকে কোন কোন রোগ থেকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত।

হৃদরোগ

AB বা B রক্তের গ্রুপ যাদের, তাদের হৃদরোগ হওয়ার ঝুঁকি বেশি। যাদের O গ্রুপের রক্ত, তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম।

আরও পড়ুন

আলসার

O রক্তের গ্রুপের মানুষদের আলসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। এই গ্রুপের রক্তধারীদের পাকস্থলীর আলসার হওয়ার ঝুঁকি বেশি থাকে।

ক্যান্সার

যাদের O গ্রুপের রক্ত, তাদের অগ্ন্যাশয় ও গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার ঝুঁকি কম। A গ্রুপের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। এদিকে A গ্রুপের অগ্ন্যাশয়ে ক্যান্সার হওয়ার ঝুঁকি ৩২% এবং AB গ্রুপের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় ৫১%।

দুর্বল স্মৃতিশক্তি

AB গ্রুপের বয়স বাড়লে স্মৃতিশক্তি দুর্বল হতে  পারে। এই গ্রুপের রক্তের জমাট বাধা এবং রক্তের প্রোটিনজনিত কিছু সমস্যার কারণে স্মৃতির এই সমস্যা হয় বলে জানা গেছে গবেষণায়। 

রক্ত জমাট বাধা

A ও B রক্তের গ্রুপ যাদের, তাদের রক্ত জমাট বাধার ঝুঁকি থাকে কিছুটা। O রক্তের গ্রুপ হলে, এই সমস্যার ঝুঁকি কম। রক্ত জমাট বাঁধলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক হতে পারে।

মানসিক চাপ

A রক্তের গ্রুপ যাদের, সাধারণভাবে তারা মানসিক চাপ সহজে মোকাবিলা করতে পারেন না। কারণ তাদের দেহে কর্টিসোল হরমোনের নিঃসরণ বেশি হয়। অন্যদিকে O গ্রুপের দেহে কর্টিসোল নিঃসরণ কম হয়। তবে মানসিক চাপের সময় তাদের দেহে অতিরিক্ত অ্যাড্রেনালিন নিঃসরণ ঘটে। 
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement