Advertisement

Covid-19 JN.1 Symptoms: কোভিডের নয়া ভেরিয়েন্টের উপসর্গ কী? কীভাবে সাবধান থাকবেন?

Covid-19 JN.1 Symptoms: ফের কোভিডের ভ্রুকুটি। সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ইতিমধ্যেই কোভিডের কেস বৃদ্ধির বিষয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্রও। রাজ্যগুলির উদ্দেশে বেশি বেশি করে টেস্টিং ও নজরদারির নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

কোভিডের নতুন ভেরিয়েন্টের উপসর্গ জেনে রাখুন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Dec 2023,
  • अपडेटेड 10:13 PM IST
  • ফের কোভিডের ভ্রুকুটি। সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ইতিমধ্যেই কোভিডের কেস বৃদ্ধির বিষয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্রও।
  • রাজ্যগুলির উদ্দেশে বেশি বেশি করে টেস্টিং ও নজরদারির নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
  • এমন পরিস্থিতিতে, কোভিড থেকে কীভাবে সাবধান থাকবেন?

ফের কোভিডের ভ্রুকুটি। সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ইতিমধ্যেই কোভিডের কেস বৃদ্ধির বিষয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্রও। রাজ্যগুলির উদ্দেশে বেশি বেশি করে টেস্টিং ও নজরদারির নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
 
এমন পরিস্থিতিতে, কোভিড থেকে কীভাবে সাবধান থাকবেন?
প্রথমেই জেনে রাখুন, কাদের ক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা বেশি

  • কোমরবিডিটি, অর্থাৎ একসঙ্গে একাধিক অসুস্থতা থাকলে
  • বয়স্ক ব্যক্তি (৬০ বছর ও তার বেশি)
  • স্থূল ব্যক্তি
  • টিকা নেননি এমন ব্যক্তি

JN.1 স্ট্রেনের মূল উপসর্গ

  • জ্বর
  • সারা শরীরে ব্যথা
  • কাশি, গলা ব্যাথা
  • নাক দিয়ে ক্রমাগত জল পড়া
  • অ্যানোসমিয়া (গন্ধ না পাওয়া)

কী কী সাবধানতা অবলম্বন করবেন?

  • মাস্ক পরুন
  • সামাজিক দূরত্ব বজায় রাখুন
  • সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলুন। অর্থাৎ নিয়মিত হাত ধুতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
  • টিকা ও বুস্টার ডোজ থাকাটা আবশ্যিক

বিশেষজ্ঞদের মতে, যাঁরা এখনও বুস্টার ডোজ নেননি তাঁদের অবিলম্বে নিয়ে নেওয়া উচিত। প্রাথমিকভাবে JN.1 ভেরিয়েন্টটি বেশি সংক্রমণযোগ্য বলে মনে করা হচ্ছে। তবে এর থেকে যে কোভিড-১৯-এর অন্য ভেরিয়েন্টের তুলনায় বেশি অসুস্থতা হবে, এমন কোনও প্রমাণ মেলেনি।

গত ২০ ডিসেম্বর ভারতে ফের কোভিড -১৯ কেসে বাড়তে শুরু করে। গত ২৪ ঘন্টায় ৬১৪টি নতুন সংক্রমণ রেকর্ড হয়েছে। এটি চলতি বছরের ২১ মের পর থেকে সর্বোচ্চ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে মিলেছে এই খবর।

কেরলে প্রথমবার কোভিড সাব-ভেরিয়েন্ট JN.1 ধরা পড়ে। এর কারণেই ফের কেস বেড়েছে বলে মনে করা হচ্ছে। বুধবার সকাল ৮টায় আপডেটেড তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টার ব্যবধানে কেরল থেকে ৩টি মৃত্যুর খবর মিলেছে। 

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement